রোবটিকস ইঞ্জিনিয়ারিং সেরা ৩ বিশ্ববিদ্যালয়
প্রথম পাতা » গবেষণা » রোবটিকস ইঞ্জিনিয়ারিং সেরা ৩ বিশ্ববিদ্যালয়প্রাইমডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা, যার পোশাকি নাম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, এটি ইঞ্জিনিয়ারিং বিষয়টির ভিন্নধর্মী শাখার সঙ্গে পরিচয় করিয়েছে। এসব নতুন বিষয়গুলো নিয়ে পড়ুয়াদের মধ্যেও রয়েছে বিস্তর চর্চা। এমনই একটি বিষয় হলো রোবটিকস ইঞ্জিনিয়ারিং। রোবট এবং তাদের কার্যক্ষমতা নিয়ে বিজ্ঞানীদের পাশাপাশি, ইঞ্জিনিয়াররাও বিস্তর গবেষণা করেছেন। সেই গবেষণার প্রতি যদি পড়ুয়াদের আগ্রহ থাকে, সে ক্ষেত্রে তাদের পড়াশোনার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। কিন্তু কোথায় পড়বেন বিষয়টি নিয়ে।
জেনে নেওয়া যাক রোবটিকস বিষয়ে লেখাপড়ার জন্য বিশ্বের সেরা ৩ বিশ্ববিদ্যালয় সম্পর্কে।
রিসার্চ সেন্টার, সেন্টার ফর ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ২০১৯ সালের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও উন্নত হচ্ছে। রোবটিকস নিয়ে পড়াশোনার জন্য বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান এ বিশ্ববিদ্যালয়। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল, সান মাইক্রো সিস্টেমস, ইয়াহু ও এইচপির সহপ্রতিষ্ঠাতারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠান
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় ১ নম্বরে রয়েছে। প্রায় ২ হাজার ৮০০ শিক্ষার্থী স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। এমআইটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের বিভাগগুলো সব সময়ই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম হয়। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটির মানবিক অনুষদের বিভিন্ন বিষয়ও বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে এসেছে। শুধু রোবটিকস নিয়েই এখানে আছে একাধিক কোর্স, যেমন ইন্ট্রোডাকশন টু রোবটিকস, রোবটিকস সায়েন্স অ্যান্ড সিস্টেমস, কগনিটিভ রোবটিকস ইত্যাদি। এমআইটিতে অনেকগুলো রোবটিকস ল্যাব রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বায়োমিমেটিক রোবটিকস ল্যাব, সিএসএআইএল, এমআইটি মিডিয়া ল্যাব ইত্যাদি।
ইউনিভার্সিটি অব টোকিও, জাপান
টোকিও বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ১০টি অনুষদ রয়েছে এবং ৩০০০০ শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। এদের মধ্যে ২১০০ শিক্ষার্থী বিদেশি। এটির ৫টি ক্যাম্পাস রয়েছে। রোবটিকস নিয়ে পড়াশোনার জন্য সারা বিশ্বের তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব টোকিও। ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গবেষণা ও রোবটিকস জগতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এখানে কেবল রোবটিকসের জন্যই রয়েছে একাধিক গবেষণাকেন্দ্র ও ল্যাবরেটরি। এগুলোর মধ্যে বিখ্যাত হলো মোবাইল রোবটিকস ল্যাবরেটরি, আর্টিফ্যাক্টস।