ব্রুনেই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, মাসে ৪৩ হাজারসহ নানা সুবিধা

প্রথম পাতা » গবেষণা » ব্রুনেই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, মাসে ৪৩ হাজারসহ নানা সুবিধা


 ব্রুনেইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয়

প্রাইমডেস্কঃ ব্রুনেইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ–সুবিধা দেয়। বিনা খরচে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়টি। ইউবিডি গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের (ইউজিআরএস) আওতায় শিক্ষার্থীরা এই বৃত্তি পান। বাংলাদেশের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ থাকে এ বৃত্তি পেতে।

দারুসসালাম বিশ্ববিদ্যালয় ১৯৮৫ সালে ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ানে যাত্রা শুরু করে। দেশটির অন্যতম সর্ববৃহৎ এ বিশ্ববিদ্যালয়টি গবেষণার মানে বিশ্বে কিউএস র‌্যাংকিংয়ে বর্তমানে ৩২৩তম স্থানে আছে।