চালকবিহীন হেলিকপ্টার আবিষ্কারক বিজ্ঞানী ড. হুমায়ুন কবীরকে সংবর্ধনা জানালো প্রাইম ইউনিভার্সিটি

প্রথম পাতা » আইটি এন্ড ডিজাইন » চালকবিহীন হেলিকপ্টার আবিষ্কারক বিজ্ঞানী ড. হুমায়ুন কবীরকে সংবর্ধনা জানালো প্রাইম ইউনিভার্সিটি


 প্রাইম ইউনিভার্সিটিতে বিজ্ঞানী ড. হুমায়ুন কবীর

প্রাইমডেস্ক: প্রাইম ইউনিভার্সিটির সিআরএইচপি এবং আইকিউএসি-এর যৌথ উদ্যোগে ৪ঠা জুন ইউনিভার্সিটির কনফারেন্স রুমে রকেট সায়েন্টিস্ট ,চালকবিহীন বোয়িং আবিষ্কারক বিজ্ঞানী ড হুমায়ুন কবিরকে তার অনন্য অবদানের জন্য স্মারক সম্মাননা প্রদান করা হয় ।

প্রধান অতিথি এবং মূল বক্তা হিসাবে ড. হুমায়ুন কবির তার জীবনের সংগ্রাম,অধ্যাবসায় এবং আবিষ্কার নিয়ে আলোচনা করে সবাইকে মোহিত করেন । ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা সকলকে তিনি বিজ্ঞানের মানবিক আবিষ্কারের প্রতি অনুপ্রেরণা যোগান ।

প্রাইম ইউনিভার্সিটিতে বিজ্ঞানী ড. হুমায়ুন কবীর

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রফেসর ড. আবদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবির লস্কর, রেজিস্ট্রার ক্যাপ্টেন এম.এ. জব্বার, বিএন (অবঃ), বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া বাংলাদেশের তরুনদের এ্যারোস্পেস স্টাডি তথ্য ও গবেষণা সহযোগিতার জন্য প্রাইম ইউনিভার্সিটিতে আর এন্ড ডি নামে একটি সেল উদ্বোধন করা হয় ॥