বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দিচ্ছে চীন
প্রথম পাতা » ক্যাম্পাস » বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দিচ্ছে চীনপ্রাইমডেস্ক: বিদেশে উচ্চশিক্ষায় বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্য হচ্ছে চীন। এর অন্যতম কারণ হচ্ছে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে ভর্তি এবং আকর্ষণীয় স্কলারশিপ। এবার বিশ্বের সেরা একশোর মধ্যে চীনের ১০টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী কিছু শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দিচ্ছে চীন।
বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে বিল্ট এন্ড রোড চাইনিজ সেন্টার এবং মালিশাএডুর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চাইনিজ এডুকেশন এক্সপো। এতে অংশ নেয় চায়নার শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়।
সেখানে কলেজের শিক্ষার্থীরা একটি পরীক্ষায় অংশ গ্রহণ করে। ওই পরীক্ষায় অংশ নেয়া সেরা ১০ জনকে বিনামূল্যে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ দেয়া হবে । এর বাইরে বাংলাদেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে ফ্রি স্কলারশিপ দেয়া হবে।
এক্সপোতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চায়না দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
সবশেষে বৃত্তির ঘোষণা দেন মালিশাএডুর চেয়ারম্যান প্রকৌশলী কোরবান আলী ও ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ মোল্লা।