স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তাইওয়ানে, সঙ্গে প্রতিমাসে ৯০ হাজার টাকা

প্রথম পাতা » সংবাদ » স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তাইওয়ানে, সঙ্গে প্রতিমাসে ৯০ হাজার টাকা


 স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তাইওয়ানে

প্রাইমডেস্ক :আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দুই বছর মেয়াদী স্নাতকোত্তর এবং তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে তাইওয়ান সরকার। “ তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম (TIGP)” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনা দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৪।এই স্কলারশিপ প্রোগ্রামটি একাডেমিয়া সিনিকা এবং তাইওয়ানের শীর্ষ জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয় দ্বারা যৌথভাবে সংগঠিত। এটি তাইওয়ান এবং বিদেশের তরুণ একাডেমিক প্রতিভাদের শিক্ষিত করার জন্য একটি সম্পূর্ণ ইংরেজি এবং উন্নত গবেষণা-ভিত্তিক পরিবেশ প্রদান করে। পড়াশুনার মাধ্যম ইংরেজি ভাষায় পরিচালিত হবে।

সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ২৮ হাজার তাইওয়ান ডলার প্রদান ( বাংলাদেশী টাকায় প্রায় ৯০ হাজার টাকা) প্রদান করবে ।
* ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি প্রদান করবে।
* বিমান ভাড়া এবং ভিসা ফি প্রদান করবে।
* আবাসন সুবিধা প্রদান করবে।
* স্বাস্থ্য বীমা প্রদান করবে।

যোগ্যতাসমূহঃ
* স্নাতকোত্তরের জন্য স্নাতক (বিজ্ঞান সম্পর্কিত যেকোনো বিষয়ে) ডিগ্রিধারী হতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তর (বিজ্ঞান সম্পর্কিত যেকোনো বিষয়ে) ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষ হতে হবে। (আইইএলটিএস/টোফেল/স্যাট/জিআরই থাকতে হবে)।
* যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের দেয়া অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।

স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে

যে সকল প্রোগ্রামে আবেদন করা যাবেঃ
* Chemical Biology and Molecular Biophysics
* Molecular and Biological Agricultural Sciences
* Molecular and Cell Biology
* Bioinformatics
* Molecular Medicine
* Earth System Science
* Biodiversity
* Interdisciplinary Neuroscience
* Social Networks and Human-Centered Computing
* Artificial Intelligence of Things
* (Joint Admission Program) Molecular Science and Technology
* (Joint Admission Program) Nano Science and Technology
* (Joint Admission Program) Sustainable Chemical Science and Technology

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে

প্রয়োজনীয় নথিঃ
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* জীবনবৃত্তান্ত।
* একাডেমিক পেপারস ( সনদ এবং ট্রান্সক্রিপ্ট)।
* তিনটি রেফারেন্স লেটার।
* আবেদনকারীর সিভি।
* ইংরেজী ভাষা দক্ষতার সনদ (আইইএলটিএস/টোফেল/স্যাট/জিআরই/মিডিয়াম অব ইন্সট্রাকশন)।
* একাডেমিক থেসিস পেপার (পিএইচডি)।
* রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।
* স্টেটমেন্ট অব পারপাস।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।




আর্কাইভ