চীনে যাওয়ার সুযোগ পাচ্ছেন রাবির ৫০ শিক্ষার্থী

প্রথম পাতা » Default Category » চীনে যাওয়ার সুযোগ পাচ্ছেন রাবির ৫০ শিক্ষার্থী


রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রাইম ডেস্ক
:  চীনের হোয়াংহো বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্ম/ শরৎ ক্যাম্প এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। ১৪ দিনের এ ক্যাম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। আগ্রহী শিক্ষার্থীদের ৭ মের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এ ক্যাম্পে শিক্ষার্থীরা চাইনিজ ভাষা, ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও চীনা খাবার এবং দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। চীনে থাকা, খাওয়া ও ভ্রমণের যাবতীয় খরচ হোয়াংহো বিশ্ববিদ্যালয়ে বহন করবে। তবে, বাংলাদেশ-চায়না-বাংলাদেশ বিমান খরচ ও ভিসা ফি (সবমিলিয়ে আনুমানিক ৫০,০০০ টাকা) শিক্ষার্থীকে বহন করতে হবে।

শর্ত সমূহ- যেসব শিক্ষার্থী নির্বাচিত হবেন, তাদের ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার আগেই পাসপোর্ট তৈরি করে নিতে হবে, শিক্ষার্থীদের বিমান ভাড়া এবং ভিসা ফি’র খরচ বহন করতে হবে, শিক্ষার্থীদের চায়না ভাষা পারদর্শিতার পরীক্ষা এইচএসকে-১ টেস্ট পাস করতে হবে তবে শিক্ষার্থীরা চাইলে রেজিস্ট্রেশনের পর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এন্ড আদার লেনগুয়েজ ইনস্টিটিউট থেকে এ কোর্স করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, আবেদনপত্রে বিভাগের সভাপতির সুপারিশ থাকতে হবে।




আর্কাইভ