‘যিনি যত বেশি দক্ষ, তাঁর সফল হওয়ার সম্ভাবনা তত বেশি’
প্রথম পাতা » আইটি এন্ড ডিজাইন » ‘যিনি যত বেশি দক্ষ, তাঁর সফল হওয়ার সম্ভাবনা তত বেশি’প্রাইম ডেস্ক : কর্মক্ষেত্রে কীভাবে মানুষের সময় বাঁচানো যায় এবং কাজ আরও সহজ করা যায়, সেটিই হচ্ছে বর্তমান বিশ্বে প্রযুক্তির মূল লক্ষ্য। প্রযুক্তির তেমনি একটি অভাবনীয় আবিষ্কার হচ্ছে মাইক্রোসফট এক্সেল। ডেটাভিত্তিক নির্ভুল তথ্যের জন্য মাইক্রোসফট এক্সেলের ব্যবহার জনপ্রিয়তার শীর্ষে। ডেটা অ্যানালাইসিসের জন্য তো বটেই, অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজের জন্যও এখন এক্সেলের কাজ ও শেখার নিয়ম জানাটা গুরুত্বপূর্ণ। একাডেমিক থেকে শুরু করে কর্মক্ষেত্র—সব ক্ষেত্রেই এক্সেলের দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে।
সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাইক্রোসফট এক্সেলের দক্ষতা বৃদ্ধির জন্য ১ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে অনলাইনভিত্তিক এক্সেলের সেশন ‘এক্সেল ইভোলিউশন: ট্রান্সফর্মিং ডেটা ইনটু ইনসাইটস’। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলালিংক ডিজিটালের গেমিফিকেশন ও এনগেজমেন্ট ম্যানেজার আবদুল্লাহ হিল নাহিয়ান। সেশনটিতে কোনো রেজিস্ট্রেশন ফি ছিল না।
আবদুল্লাহ্ হিল নাহিয়ান তাঁর আলোচনায় ক্যালকুলেশন, ডেটা এন্ট্রি, অ্যানালাইসিস, রিপোর্টিং ও ভিজ্যুয়ালাইজেশনসহ এক্সেলের বিভিন্ন ফাংশন নিয়ে কথা বলেন। ছিল প্রশ্নোত্তর পর্ব; যেখানে তিনি শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। অংশগ্রহণ করেন প্রায় ২৫০ জন শিক্ষার্থী।
তাঁরা বলেন, বর্তমান এই প্রতিযোগিতার বাজারে মাইক্রোসফট এক্সেলের মতো একটি চাহিদাসম্পন্ন দক্ষতার বিষয়ে এমন সেশনের আয়োজন সত্যিই অভাবনীয়। সেশন পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক মৃদুল পাল।
সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘প্রতিযোগিতার এই যুগে টিকে থাকার জন্য দক্ষতা অর্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যিনি যত বেশি দক্ষ, তাঁর সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। এক্সেলের সেশনটি বন্ধুদের দক্ষ করে তোলার জন্য ছোট একটি প্রচেষ্টা। সামনে আরও বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি সেশন আয়োজন করা হবে।’
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)আর্কাইভ
চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, প্রাইম ইউনিভার্সিটি ।
প্রধান উপদেষ্টাঃ প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির
উপাচার্য, প্রাইম ইউনিভার্সিটি
সম্পাদকঃ লুৎফর রহমান জয়
হটলাইনঃ ০১৭১১১৩১৬৮৫