বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ডিএমপির ‘রোড সেফটি স্লোগান কনটেস্ট’
প্রথম পাতা » ক্যাম্পাস » বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ডিএমপির ‘রোড সেফটি স্লোগান কনটেস্ট’প্রাইমডেস্ক : ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে ডিএমপির ‘রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪’ শুরু হয়েছে।
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত নানা প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন। এ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৪ মে ডিএমপি কমিশনার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত ৮০০ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্ড রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পরে ঢাকা মহানগরীতে অবস্থিত সব বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রমে ও রোড ট্রাফিক সেফটি কনটেস্ট-২০২৪ এ যেন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারেন সেজন্য ডিএমপি মিডিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ও জাইকা প্রচারণা চালাচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) ও ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম ঢাকা মহানগরীর যানজট নিরসনে ডিএমপির কমিশনারের এ উদ্যোগকে আরও বেগবান করতে প্রতিদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রারদের সঙ্গে সমন্বয় করছেন যেন ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক সচেতনতামূলক এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।
এরই মধ্যে জাইকা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার ও প্রক্টরের কাছে স্লোগান কনটেস্টের লিফলেট হস্তান্তর এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে ডিএমপি কমিশনারের পুরস্কার ও সার্টিফিকেট দেওয়ার বিষয়টি অবগত করেছেন।
এছাড়াও ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় সবার সহযোগিতা ও সচেতনতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ঢাকা মহানগরবাসী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিএমপির ট্রাফিক বিভাগের সচেতনতামূলক এই কার্যক্রমের প্রশংসা করছেন।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)আর্কাইভ
চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, প্রাইম ইউনিভার্সিটি ।
প্রধান উপদেষ্টাঃ প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির
উপাচার্য, প্রাইম ইউনিভার্সিটি
সম্পাদকঃ লুৎফর রহমান জয়
হটলাইনঃ ০১৭১১১৩১৬৮৫